“সংখ্যালঘুদের নিরাপত্তা দিন”, বাংলাদেশ প্রশাসনকে লিখিত আর্জি কলকাতা ইসকনের

0
4

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মধ্যেই হিংসার আগুনে উতপ্ত বাংলাদেশ। সে দেশের সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা ও সন্ত্রাসের ঘটনায় নিন্দার ঝড় বইছে এপার বাংলাতেও। পুজোমণ্ডপে হামলা চালিয়ে দেবীমূর্তি ভাঙার পাশাপাশি মন্দিরে ভাঙচুর, সংখ্যালঘুদের ঘরবাড়িতে আগুন লাগানোর মতো অভিযোগ উঠছে। হামলায় মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করে পদক্ষেপ নিয়েছে। কিন্তু তাতেও হিংসার ঘটনা পুরোপুরি থামেনি।

এবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতার ইসকন কর্তৃপক্ষ। লিখিত বিবৃতি জারি করে বাংলাদেশ প্রশাসনের কাছে কর্তৃপক্ষের আর্জি, ”সংখ্যালঘুদের নিরাপত্তা দিন।” একইসঙ্গে হিংসার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখ্যালঘু হিন্দুদের পাশাপাশি ক্রিশ্চান, বৌদ্ধদের ধর্মের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে ইসকনের পক্ষ থেকে।

advt 19