রাজ-শিল্পার বিরুদ্ধে এফআইআর শার্লিনের, পাল্টা আইনি পদক্ষেপ কুন্দ্রা দম্পতির  

0
1

তার উপরে যৌন এবং মানসিক নির্যাতন করা হয়েছে। এই অভিযোগ এনে রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী -মডেল শার্লিন চোপড়া। এর আগেও রাজ কুন্দ্রার পর্ন ভিডিও তৈরি করা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন শার্লিন। ১৪ অক্টোবর ফের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ আর শিল্পার বিরুদ্ধে যৌন এবং মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি। সংবাদ সংস্থাকে শার্লিন চোপড়া বলেছেন, “যৌন নিগ্রহ, প্রতারণা ও অপরাধমূলক কাজকর্মের জেরে রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি আমি।

 

এদিকে শার্লিনের এই সাক্ষাৎকারের আগেই আইনজীবীদের মারফত একটি আইনি বিবৃতি দিয়েছিলেন রাজ-শিল্পা। জনসমক্ষে শার্লিন তাঁদের বিরুদ্ধে কিছু বললে তাকে ‘মানহানি’ হিসেবে ধরা হবে বলে দাবি করেছেন তারকা দম্পতি। পর্ন-কাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনতে বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠক ডাকেন শার্লিন। এই পদক্ষেপের সমালোচনা করে রাজ-শিল্পার আইনজীবীরা দাবি করেন, “সাংবাদিক বৈঠক ডেকে নিঃসন্দেহে আদালতের নির্দেশের অবমাননা করেছেন শার্লিন। তিনি প্রকাশ্যে যা-ই বলবেন, তার জন্য তাঁকে আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। ফলে খুব শীঘ্রই শারলিন চোপড়াকে আইনি জটিলতায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে

advt 19