টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল, সোমবার প্রস্তুতি ম‍্যাচ খেলবে বিরাটরা: সূত্র

0
5

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ ( T-20 world cup)। ২৪ অক্টোবর পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল (India team)। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিল বিরাট কোহলির( virat kohli) দল। ২৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আগামী ১৮ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। জানা যাচ্ছে ১৮ অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় শুরু হবে প্রস্তুতি ম‍্যাচ।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি সারতে দুবাইয়ের ঝাঁ চকচকে আইসিসি অ্যাকাডেমির স্টেডিয়ামে অনুশীলন সারছে টিম ইন্ডিয়া। অত্যন্ত উন্নতমানের এই স্টেডিয়ামে রয়েছে সমস্ত ধরণের সুবিধা। একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল এই স্টেডিয়ামে এসে অনুশীলন করে গিয়েছে।

আরও পড়ুন:কোচ পদের জন‍্য আবেদনপত্র চাইল বিসিসিআই, আবেদনপত্র চাওয়া হল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদেরও

advt 19