বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ , কাল, পরশু মহানগরে প্রবল বর্ষণের পূর্বাভাস

0
1

বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আর তার জেরে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্যোও।

শনিবার সন্ধে থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে।। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই সময় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। সেদিন হয়তো কলকাতা সহ দক্ষিণবঙ্গ বৃষ্টির হাত থেকে রেহাই পেতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

advt 19