বিজয়া দশমীর পরেও এখন ভালো করে পুজোর রেশ কাটেনি। তার মধ্যেই খারাপ খবর। শনিবার ভরদুপুরে মল্লিক বাজার মোড়ের নামী ‘সিরাজ’ রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন। আবার রান্না করার সময় সেখান থেকেও আগুন ছড়িয়ে পড়েছে বলেও অনুমান। যদিও সেই সময় রেস্তরাঁয় অনেকে থাকলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
শনিবার দুপুরবেলা। কলকাতার মল্লিক বাজারের অন্যতম নামী সিরাজ রেস্তরাঁয় খাওয়াদাওয়া সারছিলেন অনেকেই। আচমকাই আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হইচই শুরু হয় রেস্তোরার অন্দরে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। এরপরেই দ্রুত এসে পৌছয় দমকলের তিনটি ইঞ্জিন। তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন- বিজয়ার অভিনন্দন জানিয়ে কালীপুজো-দীপাবলির আগাম শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

































































































































