কোচ পদের জন‍্য আবেদনপত্র চাইল বিসিসিআই, আবেদনপত্র চাওয়া হল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদেরও

0
3

ভারতীয় দলের( India team) কোচ পদের জন‍্য আবেদনপত্র চাইল বিসিসিআই( bcci)। শুধু প্রধান কোচ নয়, বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয় সব বিভাগের জন্যই কোচ চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানও চাইছে বিসিসিআই।

রবিবার শুধু ভারতীয় দলের কোচ নয়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের জন্যও আবেদনপত্র চেয়েছে বিসিসিআই। এই মুহূর্তে জাতীয় অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। কিছু মাস আগেই সেই পদে দ্বিতীয় বারের জন্য যোগ দিয়েছিলেন তিনি। রবিবার সেই পদের আবেদনপত্র চাওয়ায় এক প্রকার নিশ্চিত জাতীয় অ‍্যাকাডেমির দায়িত্ব ছাড়তে চলেছেন দ্রাবিড়। আর সে ক্ষেত্রে তাঁর ভারতীয় কোচ হতে কোনও বাধা রইল না দ‍্যা ওয়‍্যালের।

এদিকে ২৬ অক্টোবর বিকেল ৫টা অবধি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। নিয়ম অনুযায়ী দ্রাবিড়কেও আবেদনপত্র জমা দিতে হবে। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং এবং জাতীয় অ্যাকাডেমির প্রধানের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩ নভেম্বর বিকেল ৫ টা অবধি।

আরও পড়ুন:ধোনিকে ধরে রাখার জন্য প্রথমেই রিটেনশন কার্ড ব্যবহার করবে সিএসকে, জানালেন এক কর্তা

advt 19