আন্দামান সফরে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে দেশের প্রথম স্বাধীনতার স্বাদ পাওয়া এই দ্বীপপুঞ্জে দাঁড়িয়ে নেতাজি বন্দনায় মুখর হলেন শাহ। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপটির নাম সুভাষ চন্দ্রের নামে রাখার কথা ঘোষণা করার পাশাপাশি নেতাজির প্রসঙ্গ টেনে বিরোধীদেরও খোঁচা দিতে ছাড়লেন না অমিত শাহ।

কংগ্রেসকে রীতিমতো খোঁচা দিয়ে এদিন অমিত শাহ জানান, নেতাজির সঙ্গে সম্পূর্ণরূপে অবিচার করা হয়েছিল। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকা উচিত। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর যে অবদান ছিল তার যোগ্য সম্মান তাঁকে দেওয়া হয়নি। পাশাপাশি অমিত শাহ বলেন, “চলতি বছর আমরা আজাদি কা অমৃত মহোৎসবের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আমরা যখন নেতাজির জীবনের উপর নজর দিই, আমরা দেখতে পাই যে, তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁকে ইতিহাসে যোগ্য স্থান দেওয়া হয়নি।” একই সঙ্গে তিনি জানান, “যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের ইতিহাসে স্থান করে দিতে হবে। এজন্য আমরা রস দ্বীপের নামকরণ করেছি নেতাজির নামে।”














































































































































