বেঙ্গালুরুতে রাতারাতি হেলে পড়ল বহুতল, উদ্ধার ৩২টি পরিবার

0
1

মাত্র ৩ বছর আগে তৈরি হয়েছিল সাত তলা পুলিশ আবাসন। আচমকাই হেলে পড়ল বেঙ্গালুরুর সেই বহুতলটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ওই বহুতল থেকে ৩২টি পরিবারকে উদ্ধার করা হয়েছে। এত কম সময়ে বিশাল ওই বহুতলের নীচের তলায় ফাটল ধরল বা সেটি কেনই বা হেলে পড়লো তা নিয়ে রীতিমত চিন্তিত বাসিন্দারা।

আরও পড়ুন:নেতাজি তাঁর প্রাপ্য সম্মান পাননি: কংগ্রেসকে খোঁচা অমিত শাহের

পুলিশ সূত্রের খবর, বেঙ্গালুরুর বিন্নি মিল এলাকার ওই বহুতলের নীচে বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে। তার ফলে বহুতলটি এক দিকে সামান্য হেলে গিয়েছে। ওই বহুতলের বাসিন্দাদের নগরভাভি এলাকার একটি বহুতলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত তিন সপ্তাহে বেঙ্গালুরুতে হেলে পড়ার জন্য তিনটি বহুতল ভেঙে ফেলা হয়েছে।

একের পর এক বহুতলের ভিত আলগা হয়ে যাওয়ার কারণ হিসেবে  অতিরিক্ত বৃষ্টিকে দায়ী করেছে প্রশাসন। তাদের তরফে জানানো হয়েছে, “আমরা প্রায় ৩০০টি বাড়িকে চিহ্নিতকরণ করেছি ভেঙে ফেলার জন্য। এই মর্মে বাড়ির মালিকদের একটি নোটিসও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মালিকদের আমরা নোটিস পাঠিয়েছি। তাঁদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে।’’
advt 19