রণবীর সিং-এর চরিত্রে অভিনয় করে ভাইরাল কপিল দেব, টুইট করলেন স্বয়ং নিজেই

0
1

কপিল দেবের ( Kapil Dev)চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং( Ranveer Singh)। এই খবর জানেন সকলে। কিন্তু এ বার রণবীরের চরিত্রে অভিনয় করলেন ৮৬’র বিশ্বকাপার কপিল দেব। একটি ক্রেডিট কার্ড সংস্থার বিজ্ঞাপনে কপিলদেবকে দেখা গেল রণবীরের চরিত্রে। যা টুইট করলেন স্বয়ং কপিল দেব।

এদিন একটি ভিডিও টুইট করে কপিল দেব লেখেন,” হেডস, আমি ফ‍্যাশনেবল। টেলস, আমি ফ‍্যাশনেবল।”

https://twitter.com/therealkapildev/status/1448965513728516101?t=_Gn6htTOggTIW9bd-uSurQ&s=19

ভিডিওটিতে দেখা যাচ্ছে গোলাপি রঙের পোশাক পরে টেস্ট ম্যাচ খেলতে নামছেন কপিল। ঝকমকে পোশাক পরে বল করছেন তিনি। যুদ্ধের পোশাক পরে ব্যাট করছেন। সেই বল ক্যাচ নিচ্ছেন তিনিই বাঘছাল ছাপের জামা পরে, মাথায় আবার ঝুটি বেঁধে। স্কার্ট পরে বল করছেন কপিল। এমন অদ্ভুত কাণ্ড করলেন গোটা বিজ্ঞাপন জুড়ে। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই সংস্থার বিজ্ঞাপনে আগে দেখা গিয়েছে ভেঙ্কটেশ প্রসাদ, শ্রীনাথ, রাহুল দ্রাবিড়, নীরজ চোপড়ার মতো ক্রীড়াবিদদের।

আরও পড়ুন:ফের বাবা হতে চলেছেন ধোনি? জল্পনা তুঙ্গে

advt 19