পিছল কলকাতা লিগের ( Kolkata league) ফাইনাল। ১৮ অক্টোবরের জায়গায় ১৮ নভেম্বর হবে কলকাতা লিগের ফাইনাল। এমনটাই জানাল আইএফএ( IfA)।
প্রথমে কলকাতা লিগ ১৮ অক্টোবর ফাইনাল খেলা হওয়ার কথা থাকলেও সেটিকে পিছিয়ে ১৮ নভেম্বরে পুনর্নির্ধারিত করা হয়। ফাইনাল ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর ম্যাচ পিছনের কারণে মহামেডানের ফুটবলার ও কোচেদের ১২ দিনের ছুটি দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে সাদা-কালো ব্রিগেড।
এদিকে সব কিছু ঠিকঠাক থাকলে কলকাতা লিগের ফাইনালে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিতে পারে রাজ্য সরকার।
আরও পড়ুন:রণবীর সিং-এর চরিত্রে অভিনয় করে ভাইরাল কপিল দেব, টুইট করলেন স্বয়ং নিজেই



































































































































