মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সৌরাষ্ট্রের রঞ্জিজয়ী ক্রিকেটার অভি বরট(Avi Barot)। গত বছর প্রথম বারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের সদস্য ছিলেন তিনি।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অভি বরটের অকাল প্রয়াণে সংস্থার সবাই মর্মাহত। শুক্রবার সন্ধায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই ক্রিকেটার।”
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান রয়েছে অভির। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান রয়েছে তাঁর। টি-২০ ক্রিকেটে ২০টি ম্যাচে ৭১৭ রান করেন অভি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি। ২০১৯-২০ মরসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভির।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস



































































































































