সঙ্গীতশিল্পী রাশিদ খানকে খুনের হুমকি, ধৃত প্রাক্তন ড্রাইভার-অফিস অ্যাসিস্ট্যান্ট

0
1

সঙ্গীতশিল্পী রাশিদ খানকে (Rashid Khan) খুনের হুমকি। গ্রেফতার করা হল প্রাক্তন গাড়িচালক-সহ দুজনকে। পাশাপাশি, ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলেও অভিযোগ।

রাশিদ খানের অভিযোগ, দিনকয়েক আগে মোবাইলে একাধিকবার হুমকি ফোন (Phone) আসে। ফোনে তাঁর বড় মেয়েকে বলা হয়, বাড়ির সামনে স্নাইপার তাক করা আছে। শিল্পী বাড়ি থেকে বেরোলেই তাঁকে গুলি করা হবে। মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউ (Lucknow) থেকে রাশিদ খানের প্রাক্তন গাড়িচালক দীপক আউলাকা ও প্রাক্তন অফিস অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।

সূত্রের খবর, অল্প কিছুদিনের জন্য রাশিদের বাড়িতে ড্রাইভারের কাজ করেন দীপক। অপর অভিযুক্ত সঙ্গীতশিল্পীর অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন। খারাপ ব্যবহার এবং কাজের জন্য মাসকয়েক আগে ২ জনকেই কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, আক্রোশবশতই এই হুমকি-ফোন বলে জেরায় জানিয়েছেন দুই ধৃত। তাঁদের ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনা হয়েছে।

advt 19