বালিগঞ্জ সেনা ক্যাম্পের জঙ্গল থেকে উদ্ধার জওয়ানের মৃতদেহ। দেহের কাছ থেকে মিলেছে সুইসাইড নোট।
বালিগঞ্জ সেনা ক্যাম্পের জঙ্গল থেকে গলায় তার জড়ানো অবস্থায় উদ্ধার জওয়ানের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, বছর ছত্রিশের ওই জওয়ান উত্তরবঙ্গে কর্মরত ছিলেন। বদলির পর ৫ অক্টোবর কলকাতায় ফেরেন। মৃতদেহের কাছ থেকে পাওয়া গিয়েছে হিন্দিতে লেখা সুইসাইড নোট। তবে নোটটি কার লেখা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: রায়পুরে বিশেষ ট্রেনে বিস্ফোরণ: আহত ৬ জওয়ান, প্রশ্নের মুখে সেনা
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত জওয়ানের নাম অশোক গারাগাদ। শুক্রবার রাতে আচমকাই দেখা যায় সেনা ক্যাম্পের জঙ্গলে ঝুলন্ত জওয়ানের দেহ।