পরকীয়া নয় বৈধ! দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিয়ে স্বীকৃতি শোভনের

0
1

এক চুটকি সিঁদুর! আর কোনও রাখঢাক নয়, এবার সরাসরি বৈশাখী বন্দ্যোপাধ্যাযয়ের সিঁথিতে সিঁদুর তুলে দিলেন শোভন চট্টোপাধ্যায়। বাড়ি-গাড়ি, বিষয়-সম্পত্তি আগেই লিখে দিয়েছিলেন বিশেষ বান্ধবীকে, এবার সিঁথিতে সিঁদুর তুলে দিলেন। একটি মিডিয়া গোষ্ঠীর পারিবারিক দূর্গা পূজার বিজয়া দশমীতে বৈশাখীর মাথায় সিঁদুর তুলে স্বীকৃতি দিলেন শোভন। এবং দুর্গা মায়ের সামনে শোভনের পায়ে প্রণাম করে সেই স্বীকৃতি গ্রহণ করলেন বৈশাখী! অর্থাৎ, উমার বিদায় বেলায় বিয়েটা সেরেই ফেললেন শোভন-বৈশাখী!

যদিও হিন্দুধর্ম মতে এই সিঁদুর দান বা বিবাহ কতটা বৈধতা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। কারণ, শোভন চট্টোপাধ্যাযয়ের সঙ্গে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের এখনও আইনী ডিভোর্স হয়নি। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সঙ্গে তার স্বামী মনোজিৎ মন্ডলের আইনি বিবাহ বিচ্ছেদ হয়নি। তার পরও কিভাবে এমন সম্পর্ক তা নিয়ে প্রশ্ন উঠছে…!

যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের বৈধ স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং বৈশাখীদেবীর বৈধ স্বামী মনোজিৎ মন্ডলের কোনোও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- বিজয়া দশমীতেই গোয়ায় খুলল তৃণমূলের কার্যালয়, দলে যোগদান অব্যাহতadvt 19