পুজোর সাজে কাঞ্চন এবং শ্রীময়ী

0
3

আবার কাছাকাছি কাঞ্চন আর শ্রীময়ী। শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। কাঞ্চনের সঙ্গে পুজোর সাজের ছবি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, “ শারদীয়ার শুভেচ্ছা। শত বাধা বিপত্তি ঝড় অতিক্রমের পরও জীবনের দামি মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে আমরা ভুলিনি। প্রতি বছরের মতো পুজোর এই ছবি তো ম্যান্ডেটারি।”

শ্রীময়ীর পরনে মেরুণ আর গোল্ডেনের শাড়ি, আর কাঞ্চনের পরনে অফ হোয়াইট পাঞ্জাবি। সঙ্গে মানানসই নাগরাই । হাসিমুখে, পাশাপাশি দাঁড়িয়ে পোজ় দিচ্ছেন দুজনে। দুর্গাপুজো বলে কথা। দুর্গাপুজোর শেষবেলায় এমনই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন শ্রীময়ী।

advt 19