Jio-র এই প্ল্যানে মাত্র ২ টাকা বেশি দিয়ে রিচার্জ করলেই মিলছে ৩৬৫ দিনে ৭৩০ জিবি ডেটা!

0
1

বিশেষ অফার। জিও(Jio) গ্রাহকদের জন্য সুখবর। পুজোর মধ্যেই গ্রাহকদের জন্য এক দারুণ প্রিপেড প্ল্যান নিয়ে এল মুকেশ আম্বানির(Mukesh Ambani) সংস্থা। জিও বাজারে এনেছে ২৩৯৭ টাকা এবং ২৩৯৯ টাকার প্রিপেড প্ল্যান।

এখানে গ্রহক ২৩৯৭ টাকার প্ল্যানে  প্রতিদিন ১ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবে। মোট ডেটা পাওয়া যাবে ৩৬৫ জিবি। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টা করে এসএমএস-র সুবিধাও। একইসঙ্গে জিও টিভি, জিও মুভিস সহ সমস্ত অ্যাপের ফ্রি-সাবস্ক্রিপশনও। এই অফারের বৈধতা থাকছে ৩৬৫ দিন।

আরও পড়ুন: বিজয়ায় মিষ্টির জন্য দোকানে দোকানে লম্বা লাইন 

অন্যটি হল, মাত্র ২ টাকা বেশি খরচ অর্থাৎ ২৩৯৯ টাকা রিচার্জ করলেই গ্রাহক পেয়ে যাবে ২৩৯৭ টাকার প্ল্যানের প্রায় দ্বিগুণ পরিষেবা। যেখানে জিও ব্যবহারকারীরা পাচ্ছেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টা করে এসএমএস(SMS)-র সুবিধা এবং জিও টিভি, জিও মুভিস সহ সমস্ত অ্যাপের ফ্রি-সাবস্ক্রিপশনও। এই অফারের বৈধতা থাকছে ৩৬৫ দিন।

advt 19