দ্রুত সুস্থ হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, জানাল এইমস

0
4

দ্রুত সুস্থ হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Dr. Manmohan Singh)। শুক্রবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS) সূত্রে খবর, চিকিৎসার সাড়া দিচ্ছেন তিনি। আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত ১৯ এপ্রিল তাঁকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। গত বুধবার জ্বর এবং কিছু শারীরিক সমস্যা নিয়ে ফের দিল্লির এইমসে ভর্তি হন মনমোহন সিং। সঙ্গে শ্বাসকষ্টও ছিল। তবে হাসপাতাল সূত্রে খবর দ্রুত সুস্থ হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বর্তমানে অনেকটাই স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রীর শারিরীক অবস্থার। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে এইমস সূত্রে খবর।

আরও পড়ুন- পরকীয়া নয় বৈধ! দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিয়ে স্বীকৃতি শোভনের

এইমসের কার্ডিও-নিউরো টাওয়ারের প্রাইভেট ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন মনমোহন সিং। চিকিৎসক নীতিশ নায়েকের তত্ত্বাবধানে ডাক্তারদের বিশেষ দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) তরফে জানানো হয়, ‘মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্যের উন্নতিও হচ্ছে।’

 

advt 19