ফের আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ৩৩, জখম ৭৪

0
3

ফের রক্তাক্ত আফগানিস্তান। আবারও শিয়া মসজিদে(Mosque) জুম্মার নামাজের পরই হল বিস্ফোরণ। এবার ঘটনাস্থল দক্ষিণ আফগান শহর কান্দাহার। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয়েছে ৩৩ জন। গুরুতর জখম ৭৪। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। বিস্ফোরণের ঘটনায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন বিস্ফোরণের বিশদ বিবরণ সংগ্রহ করছে বলে জানিয়েছে তালিবান সরকারের মুখপাত্র। বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কী না, তা জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মোট তিনটি বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি মসজিদের মূল দরজায়। দ্বিতীয়টি, মসজিদের দক্ষিণ দিকের দরজায় এবং তৃতীয়টি মসজিদের ভিতরে।

আরও পড়ুন-নৃশংস! উদ্ধার হল দলিত শ্রমিকের হাত-পা কাটা ঝুলন্ত দেহ

ঘটনার পিছনে IS-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এক সপ্তাহ আগেই আফগানিস্তানের কুন্দুজ শহরেও একটি মসজিদে বিস্ফোরণ হয়। সেই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (Islamic State)।

advt 19