দুবাইয়ের বুর্জ খালিফায় ভারতের নতুন জার্সি

0
3

দুবাইয়ের বুর্জ খালিফায়(Burj Khalifa)ভেসে উঠলেন বিরাট কোহলি( virat kohli), রোহিত শর্মারা( rohit sharma)। বুধবারই প্রকাশ পেয়েছে ভারতীয় দলের নতুন জার্সি। সেই নতুন জার্সি পড়া টিম ইন্ডিয়ার ছবি বুর্জ খালিফায় ভেসে উঠল। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে বিসিসিআই।

টি২০ বিশ্বকাপের আগে নতুন জার্সি পেল ভারত। সেই জার্সি বানানো হয়েছে সমর্থকদের কথা মাথায় রেখে। এমনটাই জানান হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। কোহলিদের নতুন জার্সি বুর্জ খালিফায় দেখে অবাক সমর্থকরা।

১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে ওই দিন থেকে। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচ থেকেই নতুন জার্সি পরে মাঠে দেখা যাবে কোহলিদের।

আরও পড়ুন:ভারতীয় দলের নতুন জার্সি নিয়ে কী বললেন স‍ৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি?

advt 19