পুজোর নবমী এবং দশমীতে (Durga Puja) বৃষ্টি হতে পারে সে পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) আগেই দিয়েছিল । আর সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে নবমীর সকালের রোদ উঠলেও যত বেলা গড়াবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ততই প্রবল হবে । কারণ হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মহানগরীর আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিও হবে । তবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হতেও পারে । তবে যদি কোথাও স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় সেক্ষেত্রে সেই এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ এই রাজ্যের দিকে অগ্রসর না হলেও তার প্রভাব এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় পড়বে। তাই নবমী এবং দশমীতে কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া এবং হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
অষ্টমীতেও বেলা গড়াতেই মহানগরী বেশ কিছু এলাকায় মেঘে ঢেকেছিল আকাশ। তবে চড়া রোদ এর সঙ্গে ভ্যাপসা আবহাওয়ায় ঘেমে নাকাল হতে হয়েছে ঠাকুর দেখতে বেরোনো দর্শনার্থীদের। বেলার দিকে হালকা বৃষ্টিও হয়েছিল কলকাতার কিছু অংশে। যদিও মেঘ থাকলেও আর বৃষ্টি হয়নি। মাঝরাতে কোথাও কোথাও নেমেছিল হালকা বৃষ্টি।



































































































































