নিউজিল্যান্ড সিরিজে বিরাটদের কোচ হিসাবে দেখা যেতে পারে দ্রাবিড়কে

0
1

আসন্ন টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup)পর ভারতীয় দলের কোচ পদের দায়িত্ব ছেড়ে দিতে চলেছেন রবি শাস্ত্রী( Ravi shastri)। বিরাট কোহলিদের ( virat kohli) পরবর্তী কোচ কে হবেন তা এখনও ঠিক করে উঠতে পারেনি বিসিসিআই( bcci)। তবে সূত্রের খবর নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলের কোচ হিসাবে বিরাটদের দায়িত্বে দেখা যেতে পারে রাহুল দ্রাবিরকে। টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যেতে পারে দ্রাবিড়কে।

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব ছিলেন দ্রাবিড়। সে বার ভারতের টেস্ট দলকে নিয়ে ইংল্যান্ডে ছিলেন রবি শাস্ত্রী। সেই সময় শিখর ধাওয়াদের নিয়ে সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যান দ্রাবিড়। সেই দলে ছিলেন না রোহিত শর্মা কোহলিরা। শ্রীলঙ্কা সিরিজে তরুণদের নিয়ে গিয়েছিলেন দ্রাবিড়। এ বার প্রধান দলের কোচ হিসেবেই যেতে পারেন তিনি।

আরও পড়ুন:শাস্তির মুখে পড়লেন দীনেশ কার্তিক

advt 19