অভিযুক্তকে জেরা করতে গিয়ে অসুস্থ এস আই, হাসপাতালে মৃত্যু

0
1

এক অভিযুক্তকে জেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাব ইনস্পেক্টর। উল্টোডাঙা থানার সেই পুলিশ কর্তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ, অষ্টমীর ভোরে হাসপাতালেই মৃত্যু হয়।

ঠিক কী ঘটেছিল? সম্প্রতি উল্টোডাঙা থানা এলাকায় বছর তিনেকের একটি শিশুর অপহরণের অভিযোগ দায়ের করা হয়। এস এই আফতাব মেহতাব এই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আফতাব মেহতাব। তখনই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি।

উল্টোডাঙা থানার এস আই আফতাব আহমেদের সহকর্মীদের দাবি, আফতাবকে আবেগপ্রবণ ছিলেন। তাঁর নিজের এক শিশুকন্যাও রয়েছে। তাই নিখোঁজ কাণ্ডের তদন্তে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আফতাব আহমেদ।

advt 19