জামিন হল না শাহরুখ-পুত্র আরিয়ানের, ফের আগামিকাল শুনানি

0
3

বুধবারও জামিন হল না শাহরুখ-পুত্র আরিয়ান খানের (Ariyan Khan)। ফের বৃহস্পতিবার হবে জামিনের শুনানি। এদিন, জামিনের শুনানি মুলতুবি রাখে মুম্বইয়ের স্পেশাল কোর্ট (Special Court)।

২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালায় NCB। গত সেখান থেকেই মাদক কাণ্ডে আরিয়ানের সঙ্গে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। ৭ অক্টোবর আরিয়ান খান সহ আটজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপর থেকে বারবার আরিয়ানের জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

আরও পড়ুন- চুঁচুড়ায় পুজোর থিমে ‘লক্ষ্মীর ভাণ্ডার’

এদিন, আদালতে আরিয়ান খানের জামিনের আর্জির উত্তর দেয় নারকটিক কন্ট্রোল ব্যুরো। জানায় তদন্তে এখন পর্যন্ত অবৈধ ভাবে মাদক কেনা ও সেবনে আরিয়ানের ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে। হলফনামায় আরিয়ান খানের জামিনের আবেদনের বিরোধিতা করে তদন্তকারী সংস্থা।

আরিয়ান খানের জামিনের পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার সকাল ১১টায়। ফলে আরিয়ান খানকে আরও এক রাত কাটাতে হবে আর্থার রোড জেলে।

advt 19