কাকাকে দেখে আবেগঘন কাজল , পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী মুখার্জি পরিবার

0
1

বাংলার দুর্গাপুজোর (Durga Puja) রেশ মুম্বইতেও ৷ প্রত্যেক বছরের মতো দুর্গাপুজোর আনন্দে মেতেছেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol)৷ মহাসপ্তমীতে বাঙালির ট্রাডিশনাল সাজে দেখা গিয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ স্টারকে ৷ পরনে শাড়ি, আর মুখে সেই চেনা এক গাল হাসি ৷ বলা যেতে পারে রীতিমতো পুজোর ছন্দে গা ভাসিয়েছেন কাজল ৷ সপরিবারে নিষ্ঠাভরে করছেন দেবী দুর্গার আরাধনা ৷
প্রতি বছর কাজলের পরিবারে ধূমধাম করে হয় দুর্গাপুজো ৷ সেই পুজোয় উপস্থিত থাকেন বলিউডের তাণ্ডব তাবড় সেলিব্রিটি ৷ একদিকে চলে পুজো, অন্যদিকে চলে পেট পুরে খাওয়া-দাওয়া ৷

আরও পড়ুন-  কাশ্মীর সমস্যার সমাধান না হলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে না, বার্তা পাক বিদেশমন্ত্রীর
সকাল সকালই কাজল পৌঁছে গিয়েছিলেন মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয়। পরনে গোলাপী রঙের শড়িতে কার্যত নজর কেড়ে নেন এই বলিউড স্টার। কাজলের সঙ্গে এদিন তাঁর খুড়তুতো বোন সর্বাণীকেও দেখা যায়। সঙ্গে ছিলেন সম্রাট মুখোপাধ্যায়।
একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে কাজল কার্যত চোখের জল মুছছেন কাকা দেব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই। ভাইঝিকে দেখেই কাকাও জড়িয়ে ধরে নেন কাজলকে। এরই সঙ্গে মুখার্জি পরিবারে পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী রয়ে গেল।

advt 19