ভারতীয় দলের টি ২০ বিশ্বকাপের জার্সি প্রকাশ

0
1

আইপিএল ফাইনালের দু-দিন আগে অর্থাৎ ১৩ অক্টোবর উন্মোচিত হল ভারতীয় দলের টি ২০ বিশ্বকাপের জার্সি। ২০২৩ সালের ডিসেম্বর অবধি ভারতীয় দলের অফিসিয়াল কিট স্পনসর এমপিএলস্পোর্টস। তারা যে জার্সি বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছে তাতে চমক আছে। এমনিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারত যে এখন নেভি ব্লু রংয়ের রেট্রো জার্সি পরে খেলছে, যাতে নীল, সবুজ, সাদা, লাল স্ট্রাইপ রয়েছে, টি ২০ বিশ্বকাপের জার্সিটি সেরকম নয়।
গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফর থেকে ভারত সীমিত ওভারের ক্রিকেটে ১৯৯২ সালের জার্সির মতো রেট্রো জার্সি পরছে। ভারতের টি ২০ বিশ্বকাপের জার্সি ফ্যানেরা কিনতে পারবেন ন্যায্যমূল্যেও।

আরও পড়ুন- ত্রিপুরা: দলীয় কার্যালয়ে বিজেপির হামলা, পুজোর পর আইন অমান্য আন্দোলনে তৃণমূল

১৮ অক্টোবর নতুন জার্সি পরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাটের ভারত। এরপর পাকিস্তান ম্যাচে স্বাভাবিকভাবেই সেই জার্সি পরবেন ভারতীয় ক্রিকেটাররা। ফ্যান জার্সি, প্লেয়ার এডিশন জার্সি ও বিরাট কোহলির সই করা ১৮ নম্বর জার্সি ফ্যানেরা কিনতে পারবেন। দাম শুরু ১৭৯৯ টাকা থেকে।

advt 19