নয়ডার পুজো: করোনার কাছে অত্মসমর্পণ নয়, সতর্ক থাকা জরুরি

0
1

করোনা পরিস্থিতিতে সমস্ত বিধি মেনেই চলছে দুর্গাপুজো। শুধুমাত্র রাজ্যে নয়, রাজ্যের বাইরেও হচ্ছে পুজো। তেমনই ‘স্যানিটাইজার, মাস্ক এবং সোশ্যাল ডিস্টান্সিং’– এই তিনটি জিনিসের উপরেই এ বার  নজর নয়ডার লোটাস বুলেভার্ড সাংস্কৃতিক সমিতির (LBBS) পুজোয়। এখানে তিন হাজার ফ্ল্যাটের এই সোসাইটির পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন— করোনার কাছে অত্মসমর্পণ করব না তবে অবশ্যই সতর্ক থাকব।

LBBS-এর সভাপতি এ সজ্জন জানিয়েছেন, পুজোর জাঁকজমক আবার অন্য সময় করা যাবে। এ বার পুজোর মূল ভাবনা অক্ষুণ্ণ রেখেই কিছু খরচ বাঁচিয়ে অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনকে চাঁদা দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য।

আরও পড়ুন: রাজ্যবাসীর মন জয়ের চেষ্টা! মহাষ্টমীতে বাংলায় শুভেচ্ছাবার্তা মোদির

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুধু রাজ্য কিংবা ভিন রাজ্যেই নয় দেশের বাইরেও বিভিন্ন জায়গায় পুজো হয়।

advt 19