গত রাতের দুর্ঘটনা এখনও পিছু ছাড়ছে না। উত্তর-পশ্চিম নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। আহত হয়েছেন বাসের বহু যাত্রী। বাসটিতে চালক-সহ প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটির ব্রেক কাজ করেনি। সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- কাকাকে দেখে আবেগঘন কাজল , পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী মুখার্জি পরিবার
পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিম নেপালের মুগু জেলার পার্বত্য এলাকা দিয়ে বাসটি চলছিল। আচমকাই বাসচালক নিয়ন্ত্রণ হারালে সেটি প্রায় ১০০০ ফুট গভীর খাদের মধ্যে গিয়ে পড়ে। এত গভীর খাদে পড়ার কারণেই অধিকাংশ যাত্রী মৃত্যু হয়েছে। আহত যাত্রীদের বেশিরভাগের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও প্রশাসনের অনুমান, আহত যাত্রীদের মধ্যে অনেকের অবস্থা এতটাই খারাপ যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
































































































































