ষষ্ঠীর সন্ধ্যায় ‘কলকাতাশ্রী’ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হল৷ সোমবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমার এই ঘোষণা করেন। চলতি বছরে প্রথমে মোট ১০০টি পুজোকে এই প্রতিযোগিতার তালিকায় রাখা হয়েছিল। পরে আরও ৫টি পুজোকে তালিকাভুক্ত করা হয়। যদিও ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমারের পুজো বলে পরিচিত চেতলা অগ্রনী, ত্রিধারা এবং ৯৫ পল্লী এই প্রতিযোগিতার আওতাভুক্ত ছিল।
আরও পড়ুন:পুজোর মধ্যেই ফের উত্তরবঙ্গে লম্বা সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়
এ বছর বিভিন্ন বিভাগে পুরস্কৃত হলেন-
◾সেরার সেরা সমাজকল্যাণ পুজো
১) সুরুচি সংঘ
২) টালা প্রত্যয়
৩) নাকতলা উদয়ন সংঘ
৪) বেলেঘাটা ৩৩ পল্লী

◾সেরা সমাজ কল্যাণ বিষয়ক পুজো
১) রাজডাঙ্গা নবোদয় সংঘ
২) টালা বারোয়ারি
৩) খিদিরপুর পল্লী শারদীয়া
৪) বকুলবাগান সার্বজনীন
◾সেরা পরিবেশ
১) ভবানীপুর দুর্গোৎসব
২) অজয় সংহতি
৩) ২৫ পল্লী খিদিরপুর
৪) প্রিয়নাথ মল্লিক রোড
◾সেরা সাংগঠনিক পুজো
১) বেহালা নতুন দল
২) ভবানীপুর ৭৫ পল্লী
৩) অবসর সর্বজনীন
৪) সমাজসেবী সংঘ
◾সেরা সমাজসচেতন পুজো
১) হিন্দুস্থান পার্ক
২) কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট
৩) বালিগঞ্জ কালচারাল
২০১১ সাল থেকে এই কলকাতাশ্রী প্রতিযোগিতা হয়ে আসছে৷ প্রতি বিভাগে মোট ৪টি করে পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়। বিজয়ী পুজো ৫০ হাজার টাকা করে পুরস্কার পায়। বিজয়ীদের পুরস্কৃত করে সিইএসসি।
































































































































