সোমবার কলকাতা নাইট রাইডার্সের( Kkr) বিরুদ্ধে হেরে আইপিএল( ipl) থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর( rcb)। আইপিএল থেকে বিদায় নেওয়ার পরও দলের ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। চলতি বছরই আরসিবির হয়ে শেষ অধিনায়কত্ব করলেন কোহলি। পরবর্তী আর আইপিএলে দেখা যাবে না তাঁকে। তাই ম্যাচ শেষে দলের ক্রিকেটারদের নিয়ে এক বিশেষ বার্তা দিলেন কোহলি।
আরসিবি অধিনায়ক বলেন, “আমি সব সময় একটা জিনিস চেষ্টা করে গিয়েছি, যাতে নতুন ক্রিকেটাররা উঠে আসে এবং নিজেদের প্রকাশ করে। ভারতের হয়েও একই কাজ করেছি। এটুকু বলতে পারি আমি আমার ১২০ শতাংশ দিয়েছি এই দলের জন্য। যে দায়িত্ব নেবে, এটাই তার জন্য সেরা সময়। যতদিন আইপিএল খেলব আরসিবির হয়ে খেলব। আরসিবি ছাড়া কোন দল আমি ভাবতে পারিনা।”
ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে আরসিবি। সোমবার হারের জন্য নিজের দলের ব্যর্থতার থেকেও কেকেআর বোলারদের বেশি কৃতিত্ব দিলেন বিরাট।
তিনি বলেন,”মাঝের ওভার গুলোতে দারুণ বল করেছে কেকেআর স্পিনাররা। নিয়মিত উইকেট পেয়েছে। আমারা ভাল শুরু করলেও শেষ পর্যন্ত বড় রান করতে পারিনি। যে জায়গায় ওরা বল ফেলেছে সেখানে মারা কঠিন।”
আরও পড়ুন:মালদ্বীপ ম্যাচেই ফোকাসড ভারত অধিনায়ক সুনীল ছেত্রী



































































































































