অবশেষে সাফ কাপে ( SAFF CUP) জয় মুখ দেখল ভারত( INDIA)। রবিবার রাতে নেপালের( NEPAL) বিরুদ্ধে ১-০ গোলে জেতে ইগর স্টিমাচের( IGOR STIMAC) দল। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী( SUNIL CHHETRI)। সুনীলের সৌজন্যেই সাফ কাপে টিকে থাকল সাতবারের চ্যাম্পিয়নরা। নেপালের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে ৮২ মিনিটে গোল করে ভারতকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেন সুনীল।
এই জয়ের পর সুনীল বলেন,”এই জয় আমাদের কাছে স্বস্তির। আমরা এই টুর্নামেন্টে ভাল খেলছিলাম না। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। বিগত দুই ম্যাচে গোলের সামনে আমাদের পারফরম্যান্স ছিল ভয়ঙ্কর। আজও প্রচুর গোল মিস করেছি। কোনও অজুহাত দেওয়ার নেই। অবশেষে টুর্নামেন্টে প্রাণ পেলাম। আমাদের অনেক কিছু করার বাকি আছে। সবচেয়ে বড় ব্যাপার টুর্নামেন্টে আমরা রয়ে গেলাম। আমাদের আরও উন্নতি করতে হবে।”
এদিকে নেপালের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক। ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পেলেকে। দেশের হয়ে ১২৩ নম্বর ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের ৭৭ তম গোলটি পেয়ে গেলেন সুনীল। পেলে করেছিলেন ৯২ ম্যাচে ৭৭ গোল।
আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ হার হরমনপ্রীতদের



































































































































