করোনার দৌলতে গত দু বছরে লকডাউন শব্দটির সঙ্গে আমরা পরিচিত হয়ে গিয়েছি।২০২০-র মার্চ থেকে এই শব্দটি কার্যত আমাদের সব সময়ের সঙ্গী হয়ে গিয়েছে। কোচবিহার জেলার দিনহাটার একটি মণ্ডপে সেই লকডাউনের আবহ তুলে ধরা হয়েছে।
 মণ্ডপের সামনেই রয়েছে বড় তালা। সেই তালা ঘিরে রয়েছে শিকল।করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার মানুষের সবসময়ের সঙ্গী। এর সঙ্গে কন্টেনমেন্ট জোন-লকডাউন তো রয়েইছে। কোভিড ভাইরাস থেকে বাঁচতে মাস্ক জরুরী।
আরও পড়ুন- ফের অশান্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে সেনা অফিসার সহ শহিদ ৫ জওয়ান
আদপে তালা-শিকলের মধ্যে দিয়ে যেন সেই বন্ধন থেকে মুক্তির বার্তা দেওয়া হয়েছে, আহ্বান জানানো হয়েছে কোভিড মুক্ত পৃথিবীর।ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা মহকুমার সাহেবগঞ্জের ‘আমরা কজন’ দুর্গাপুজো কমিটির পুজোর উদ্বোধন হয়েছে পঞ্চমীতে। পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘লকডাউন’কে। 
মণ্ডপের সামনে একটি বড় তালা শিকলবন্দি। মণ্ডপ সজ্জায় থার্মোকল, বিভিন্ন মাটির মূর্তি, মুখোশ ব্যবহার করা হয়েছে। বনদেবীর আদলে প্রতিমা তৈরি হয়েছে। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন প্রতিমা দর্শনের জন্য।
 

 
 
 
 
 
 
 
 





























































































































