আজ দেবীর বোধন, জানেন কেন জাগাতে হয় দশভুজাকে?

0
3

বাঙালির উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বেশ কয়েকদিন। শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। কিন্তু তিথি মেনে আজ থেকেই শুরু হল মূল পুজো আজ দুর্গা-ষষ্ঠী। দেবীর বোধন। করোনাকালে এবারেও বিধি মেনেই আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। সকাল থেকে বাড়ি ও বারোয়ারি পুজোর বোধন চলছে। এর সঙ্গেই শুরু হয়েছে প্যান্ডেল হপিং।

ষষ্ঠীতেই কেন দেবীর বোধন? পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাবণের সঙ্গে যুদ্ধের আগে দেবী দুর্গার আরাধনা করেছিলেন রামচন্দ্র। সেটা ছিল অকালবোধন। পুরাণ মতে সূর্যের উত্তরায়ন হচ্ছে দেবতাদের দিন। দিনের বেলায় তাঁরা জেগে থাকেন। সেই সময় তাঁদের পুজো হয়। আবার সূর্যের দক্ষিণায়ন হল দেবতাদের রাত। রাতে তাঁদের পুজো করার কোনও রীতি নেই। কিন্তু রামচন্দ্র দক্ষিণায়নের মধ্যে শরৎকালে দেবীর পুজো করেন। অর্থাৎ অকালে বোধন। কিন্তু শাস্ত্র মতে তিনি তো তখন নিদ্রামগ্ন। তাই পুজো করতে হলে তাঁকে জাগরিত করতে হবে। শরৎকালের এই বোধনই অকালবোধন। রামচন্দ্রের আগে রাজর্ষি সুরথ প্রথম আদ্যাশক্তি মহামায়ার পুজো করেছিলেন। সেই পুজো হয় বসন্তকালে। সেটাই বাসন্তী পুজো নামে প্রচলিত।

চিরাচরিত প্রথা মেনেই দেবীর পুজোর আয়োজন করা হচ্ছে। তবে, রয়েছে বৃষ্টির ভ্রুকূটি। তাই করোনা বিধিকে পাশে সরিয়েই অনেকেই ভিড় করছেন মণ্ডপে।

আরও পড়ুন:ষষ্ঠীতে খুলে গেল গড়চুমুক পর্যটন কেন্দ্র! দারুণ খুশি ভ্রমণ পিপাসু বাঙালি

advt 19