বছর শুরুর দিন নতুন ক্যালেন্ডার (new year calendar) এলে যারা আগে ছুটির দিন (Holiday list) দেখে নেন। ছুটির দিন হিসাব করে বেড়াতে যাবার বা বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করে ফেলেন তাদের জন্য খুব দুঃখের খবর । আগামী বছরের দুর্গা পুজোয় শুধুই ছুটি নষ্ট। কারণ, ষষ্ঠী পড়েছে শনিবার। ষষ্ঠীর দিনে সরকারি অফিস বন্ধ থাকে। সপ্তমীতে আবার একজোড়া ছুটি নষ্ট । সপ্তমী একদিকে রবিবার পড়েছে । আরেকদিকে সেদিন ২রা অক্টোবর । ফলে বাঙালির দুঃখের আর শেষ নেই । একদিনে তিনটে ছুটি মারা গেল। একই দিনে রবিবার, গাঁধী জয়ন্তী ও সপ্তমীর ত্র্যহস্পর্শ। সব মিলিয়ে তিনটে ছুটি নষ্ট হচ্ছেই।
দাঁড়ান এখানেই শেষ নয় । আরও আছে মন খারাপ করা খবর । আগামী বছর লক্ষ্মীপুজো রবিবার, ৯ অক্টোবর। আবার কালীপুজো পড়েছে সোমবার ২৪ অক্টোবর । ফলে রবি-সোম পরপর ছুটি । তারপরেই ভাইফোঁটা।


 


 
 
 
 
 
 
 
 
 
 





























































































































