জন্মদিনের দিন একটি পান মশলার বিজ্ঞাপন থেকে সরে গেলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachham) । বিগ বি-র দাবি সংশ্লিষ্ট পণ্যটি যে একটি পান মশলা (Pan Masala) তা তিনি জানতেন না । কিন্তু জানার পর তিনি সেখান থেকে সরে গেলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাকে অর্থও ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে এই বার্তা ছড়িয়ে পড়তেই উল্লসিত অনুরাগীরা।
বিগ বি-র অফিসিয়াল কার্যালয় থেকে রবিবার রাতেই একটি ব্লগে জানিয়ে দেওয়া হয় প্রবীণ অভিনেতার বক্তব্য। তাঁর কার্যালয় আরও জানিয়েছে, ‘বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার কয়েক দিন পরে স্যর ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই গত সপ্তাহে বিজ্ঞাপন থেকে সরে যান তিনি।’



































































































































