‘টি-২০ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার জন‍্য আইপিএলই সেরা জায়গা’, বললেন ঈষান

0
6

আইপিএল ( ipl) থেকে দল ছিটকে গেলেও, শেষ ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন মুম্বই ইন্ডিয়ান্সের (  Mumbai Indiance) তারকা ব‍্যাটার ঈশান কিষাণ( Ishan Kishan)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩২ বলে ৮৪ রান করেন তিনি। ওপেনার হিসাবে নেমে এই রকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছসিত ঈশান। বললেন টি-২০ বিশ্বকাপের আগে এটাই সুযোগ ছিল নিজেকে ঝালিয়ে নেওয়ার।

সাংবাদিক সম্মলনে মুম্বইয়ের এই ওপেনার বলেন,” খুব সহজ পরিকল্পনা ছিল। মাঠে নামো, নিজের সেরা খেলাটা খেলো। টি-২০ বিশ্বকাপের আগে ওপেনার হিসাবে নিজেকে ঝালিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ। বিরাট কোহলি বলেছেন, ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে আমাকে, তৈরি থাকতে। বড় মঞ্চে সব কিছুর জন্য তৈরি থাকা প্রয়োজন। এছাড়াও যশপ্রীত বুমরাহের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ার থেকে শিখছি। ওরা সবাই বলেছে আইপিএল থেকে যাতে আমি শিখে নিতে পারি। যাতে টি-২০ বিশ্বকাপে কোন যাতে কোন ভুল না হয়।”

আরও পড়ুন:মাঠে নামার আগেই দ্বৈরথ শুরু ভারত-পাকিস্তানের, জার্সিতে ‘ইউএই’ নাম লিখল পাকিস্তান

advt 19