পুজো এসে গেছে। ঢাকে পড়েছে কাঠি। সঙ্গে দেদার আড্ডার চলছে। কিন্তু এরইমধ্যে মন খারাপের খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার তৃতীয়ার দুপুরেও নীল আকাশের বদলে বর্ষার কালো মেঘ ঘনিয়ে এসেছিল। সন্ধ্যায় শহরে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ রকম বিক্ষিপ্ত বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। বিশেষ করে কলকাতা-সহ হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:পুজোর মুখে অর্জুনের খাসতালুক ভাটপাড়ায় ব্যাপক ভাঙন বিজেপিতে
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি, তাই পুজোর শুরুতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার থেকে উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরেই বৃষ্টি হবে দুর্গাপুজোর তিন দিন। তবে তার আগে যদি রাজ্যে বর্ষা বিদায় না হয়, তবে পুজোর শুরুর দিনগুলিতেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
অষ্টমী, নবমী ও দশমীতে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছিলেন আবহবিদরা। তবে পুজোয় উত্তরবঙ্গে বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে।

 
 


 
 
 
 
 
 
 
 
 
 





























































































































