মহালয়া থেকে উদ্যোক্তাদের আবদার মেনে পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhya। চতুর্থীতেও তার ব্যতিক্রম হল না। শনিবার, একের পর এক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর ৭৫ পল্লির পুজোর উদ্বোধন করার পাশাপাশি ঢাক বাজান মমতা। যান ভবানীপুরের ৭৬ পল্লিতে। সেখানে আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “এতগুলি পুজো উদ্বোধন করলাম কেউ এক কাপ চা দেয়নি। আজকে এরা আমায় এক কাপ চা দেবে বলেছে। আমি খুব খুশি”। এদিন ষোলটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

চতুর্থীতে যে যে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী:
• শীতলা মন্দির ভবানীপুর
• বডিগার্ড লাইন আলিপুর
• আলিপুর সর্বজনীন
• কোলাহল
• সুরুচি সংঘ
• ২২ পল্লি
• বকুল বাগান
• প্রিয়নাথ মল্লিক

• অবসর
• গোলমঠ
• বাটাম ক্লাব
• পদ্মপুকুর
• চক্রবেরিয়া
• ভবানীপুর ৭৫ পল্লি
• ভবানীপুর ৭৬ পল্লি
• স্বাধীন সংঘ


আরও পড়ুন- দুর্গাপুজোর শুরুতেই অন্ধকারে ডুবতে পারে রাজধানী! আশঙ্কা দিল্লির বিদ্যুৎমন্ত্রীর




































































































































