বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বিক্ষোভ-অশান্তি। দিনহাটা এসডিও অফিসে শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল (Ashoke Mondal)। বিজেপি (BJP) প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগানও ওঠে। পাল্টা বিজেপিও জয় শ্রীরাম ধ্বনি দেয়।
প্রসঙ্গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনহাটায় মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই বিজেপি প্রার্থী হিসেবে অশোক মণ্ডলের নাম ঘোষনা করে। উপনির্বাচনে শুক্রবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। এদিন সকালে নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) সঙ্গে নিয়ে দিনহাটা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল মনোনয়ন জমা দিতে যান। দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তাঁকে ঘিরে বিক্ষোভও দেখান অনেকেই।
আরও পড়ুন- পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে সদ্য বিজেপি ত্যাগী সব্যসাচী


































































































































