আসন্ন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বাবর আজমদের বার্তা রামিজ রাজার

0
1

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০বিশ্বকাপ ( T-20 world cup)। ২৪ অক্টোবর পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে টি-২০ অভিযান শুরু করবে ভারত( india)। আর প্রথম ম‍্যাচে ভারতকে সামনে পেয়ে পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে এক বার্তা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( pcb) চেয়ারম্যান রামিজ রাজা। ‘ক্রিকেট পাকিস্তান’-এর রিপোর্ট অনুযায়ী, রামিজ রাজা বললেন, টি-২০ বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে বিপুল অর্থ পাবে পিসিবি।

এদিন এক সাক্ষাৎকারে রামিজ রাজা বলেন,” আমি চাই পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে। এক বড় ইনভেস্টর আমাকে জানিয়েছে যে, যদি টি-২০ বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে একটা ব্ল‍্যাঙ্ক চেক তৈরি থাকবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন‍্য।”

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে চার উইকেট নিয়ে কী বললেন নাইট বোলার শিভম মাভি?

advt 19