ধোনির বুদ্ধিতেই গ‍্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপকের, জানালেন দীপকের বাবা

0
1

গতকালই পাঞ্জাব কিংস( Punjab kings) ম‍্যাচের পর গ‍্যালারিতে দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেন দীপক চাহার ( deepak chahar)। আর এই বুদ্ধি নাকি দীপককে দিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( ms dhoni)। শুক্রবার এমনটাই জানালেন দীপক চাহারের বাবা লোকেন্দ্র সিং চাহার।

এক সংবাদমাধ্যমে লোকেন্দ্র সিং চাহার বলেন,” ধোনির সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে পরামর্শ করেন দীপক। সেই সময় ধোনি দীপককে বলেছিলেন দিল্লি ক‍্যাপিটালসের ম‍্যাচের পর প্রস্তাবটি দিতে। কিন্তু দিল্লির বিরুদ্ধে ম‍্যাচ হেরে যাওয়ায় সিদ্ধান্ত বদল করেন দীপক। কিন্তু বৃহস্পতিবারও ম‍্যাচ হারে সিএসকে। তবে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত বদল আর করেননি দীপক।”

পাঞ্জাব কিংস ম‍্যাচের পর গ‍্যালারিতে দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেন দীপক চাহার। আর সেই প্রস্তাবে সম্মতিও দেন জয়া। এরপরই একে অপরের হাতে আংটি পরিয়ে শুভ কাজ সম্পন্ন করেন দীপক ও জয়া। আর মুহুর্তে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দীপকের এই কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যায় ক্রিকেট প্রেমীরা।

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বাবর আজমদের বার্তা রামিজ রাজার


advt 19