উত্তরপ্রদেশ কি পাকিস্তানে, যে সেখানে ভারতীয়দের যেতে দেওয়া হবে না? বিরোধী নেতাদের লাখিমপুর যাওয়া আটকানোয় বিজেপিকে নিশানা শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের। তিনি কড়া ভাষায় বলেন, দেশের কোনও রাজ্যে যেতে হলে কেন এ ধরনের বিধিনিষেধের মুখে পড়তে হবে? এখানে কি লকডাউন চলছে?
আরও পড়ুন-লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ যোগী সরকারকে
বুধবার লখিমপুরের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করল শিবসেনা। সাংসদ সঞ্জয় রাউত বলেন, কাউকেই লখিমপুরে যেতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীকে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর পথও আটকানো হয়েছে। আমরা জানতে চাই, ওঁদের অপরাধ কী? উত্তরপ্রদেশে কি নতুন কোনও সংবিধান চালু হয়েছে? লখিমপুরে কৃষকহত্যা নিয়ে আলোচনার জন্য বিরোধীরা বৈঠকে বসবে বলেও জানান রাউত। ঘটনার অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র বুধবার অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর পদত্যাগের জল্পনা উড়িয়ে দেন।














































































































































