দুর্গাপুজোয় (Durga Pujo) নিষেধাজ্ঞা কিছুটা শিথিল। নতুন নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নয়া নির্দেশিকা অনুযায়ী,
*ভ্যাকসিনের (Vaccine) দু’টি ডোজ নিলে*
• মণ্ডপে ঢুকে দেওয়া যাবে অঞ্জলি
• সিঁদুর খেলায় অংশগ্রহণ করা যাবে
তবে, হাইকোর্ট জানিয়েছে, ভ্যাকসিনের দু’টি ডোজ নিলেও *মাস্ক পরা বাধ্যতামূলক* । না হলে মণ্ডপে প্রবেশ নিষেধ।
বড় প্যান্ডেলে একসঙ্গে সর্বাধিক ৬০ জন থাকতে পারবেন
ছোট মণ্ডপে একসঙ্গে সর্বাধিক ১৫ জন থাকতে পারবেন
আগে থেকে নামের তালিকা তৈরি করতে হবে
নিয়ম না মানলে পুলিশ (Police) পুজোর অনুমতি বাতিল করতে পারে
গতবছর কোভিডকালে রাজ্যে পুজো মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষেধ করেছিল কলকাতা হাইকোর্ট। এই বিধিনিষেধে সুফল মিলেছিল, এই উদাহরণ সামনে রেখে আগের বছরের নির্দেশ বহাল রাখার জন্য আদালতে আবেদন জানান অজয়কুমার দে। শুক্রবার, কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হয়। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, এবারও করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই পুজো হবে।
এবারও পুজো মণ্ডপে ঢোকা নিষেধ। ফলে রাস্তা থেকেই হবে প্রতিমা দর্শন। যানজট ও ভিড় নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। সে কথা মাথায় রেখেই উচ্চ পর্যায়ের বৈঠক করে কলকাতা পুলিশ। পুজোর সময় যানজট ও ভিড় মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়।
































































































































