চাপের মুখে পড়ে এবার লখিমপুরের খেরিতে ৪ কৃষক-সহ আটজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করল যোগী সরকার। এলাহাবাদ হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতিকে কমিশনের প্রধান করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে কাজ করবে এই তদন্ত কমিশন। তদন্তের পরে একটি রিপোর্ট জমা দেবে তারা। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন:এবার লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের শীর্ষ আদালতে
প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর গাড়ির ধাক্কায় লখিমপুরে চার কৃষকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল উত্তরপ্রদেশ-সহ গোটা দেশের রাজনীতি। ঘটনার ঠিকমতো তদন্ত হচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস। ইতিমধ্যেই মন্ত্রীর ইস্তফার দাবি করেছে তারা। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আজই এই মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


































































































































