নবাব কন্যা সোহার ওয়ার্ক আউট দেখে স্তম্ভিত নেটিজেনরা

0
1

সোহা আলি খান (Soha Ali Khan) যে কী অসম্ভব পরিশ্রমী তা এই ভিডিও না দেখলে বোঝা যেত না। বিরামহীন ভাবে একটার পর একটা ওয়ার্ক আউট (Fitness Frick pataudi Family) করেই চলেছেন। একমুহূর্ত বিশ্রাম নিচ্ছে না পতৌদি কন্যা। আর যে ওয়র্কআউট গুলো করছেন সেগুলো যে অত্যন্ত সহজ তা কিন্তু নয় । যাকে বলে রীতিমতো মাথার ঘাম পায় ফেলে শরীরচর্চা করা। তবে এই শরীরচর্চা করার প্রবণতা শুধু চেয়ে একা সবারই আছে তার নয় দাদা সাইফ আলি খান বৌদি কারিনা কাপুর বৌদি কারিনা কাপুর মা শর্মিলা ঠাকুর প্রত্যেকেই শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন নিয়মিত ওয়ার্কআউট করতে তারা কেউই পিছপা হন না।

https://www.instagram.com/p/CUrdgM-l_FZ/?utm_medium=copy_link

সোহার একটি কন্যা সন্তান আছে। তার বয়স এখন প্রায় চার । মেয়ের জন্মের পর বেশ খানিকটা ওজন বেড়েছিল সোহার। কিন্তু তিনিও ওয়ার্ক আউট করে খুব তাড়াতাড়ি বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছিলেন । এই ভিডিয়োটি শেয়ার করে সোহা লিখেছেন, “ওয়ার্ক আউট ওয়েডনেস ডে পার্ট টু।”

advt 19