মহালয়ায় পিতৃতর্পণ। শুধু বাংলায় নয়, বাংলার বাইরে যেখানে প্রবাসীরা রয়েছেন, সেখানেও বুধবার, ভোরে নদী তীরে তর্পণ করা হয়। চেন্নাইতে (Chennai) সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশন (SMCA, Chennai)-এর উদ্যোগে বেসান্তনগর ইলিয়ট বিচে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন সেখানকার বাঙালিরা।

SMCA-র পক্ষ থেকে সংগঠনের অন্যতম সহসভাপতি দেবাশিস মুখোপাধ্যায় (Devashis Mukherjee) ও সহসম্পাদক প্রদ্যুৎকুমার ঘোষ (Pradyutkumar Ghosh) এই অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন। সমস্ত রকম Covid বিধি মেনে পুরোহিত মহাদেব ভট্টাচার্য প্রত্যেককে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করান।
বাংলা থেকে বহুদূরে নিজেদের মতো করেই দুর্গোৎসব পালন করেন চেন্নাইয়ে থাকা বঙ্গসন্তানরা। মহালয়ার ভোরে দেবীপক্ষের শুরুতে প্রবাসী বাঙালিরা একত্রিত হয়ে শারদীয়ার পরিকল্পনাও সেরে ফেলেন।


































































































































