বিপাকে জিও গ্রাহকরা! সকাল থেকেই বন্ধ পরিষেবা

0
1

ফেসবুক,হোয়াটস অ্যাপের পর এবার চরম সমস্যার মুখে জিও গ্রাহকেরা। বুধবার সকাল থেকেই কয়েক হাজার জিও গ্রাহক সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই সমস্যার কথা জানিয়ে অভিযোগ জানিয়েছেন যে তাঁদের ফোনে কোনও নেটওয়ার্ক (Network) নেই। কোনও ফোন কল করা যাচ্ছে না, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে #Jio Down। বহু গ্রাহক স্ক্রিনসট তুলে দেখিয়েছেন তাঁদের ফোনে নেটওয়ার্ক নেই। যদিও এব্যাপারে এখনও জিও সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: তরুণ বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা!

https://twitter.com/priyach64545794/status/1445633079083606020?s=24

ইতিমধ্যেই ডাউন ডিটেকটর ওয়েবসাইটে জিও-র নেটওয়ার্ক ডাউনের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটে সমস্যার কথা জানিয়েছেন চার হাজারের বেশি মানুষ। ওয়েবসাইটের তথ্য ও পরিসংখ্যান বলছে, সকাল ন’টা থেকে এই সমস্যার কথা জানাতে শুরু করেন গ্রাহকেরা। দুপুর ১২ টা পর্যন্ত কয়েক হাজার গ্রাহক সমস্যার কথা জানিয়েছেন।সব গ্রাহকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নাকি কোনও কোনও সার্কেলে এই সমস্যা দেখা দিচ্ছে তা অবশ্য জানা যায়নি। তবে তথ্য বলছে, দিল্লি, মুম্বই, ইন্দোর, রায়পুর, বেঙ্গালুরুর মতো একাধিক শহর থেকে সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকেরা

https://twitter.com/akshays54628819/status/1445633894997393410?s=24

advt 19