একদিকে করোনা আবহ, অন্যদিকে মোদি সরকারের সৌজন্যে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। তাই এ বছর পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের পক্ষ থেকে পুজো পরিক্রমা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
পরিবহন দফতর সূত্রে খবর, গত বছর করোনা আবহে পুজোয় মাত্র ২৫ শতাংশ যাত্রী নিয়ে ঠাকুর দেখার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেখা যায় ব্যবসায়িক দিক থেকে কোনও লাভ তো হয়নি বরং তেলের খরচটুকুও তোলা যায়নি। এ বছর তো আবার ডিজেলের দাম আকাশ ছোঁয়া। তাই পুজো পরিক্রমা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
































































































































