পুরনো টিম এবং নতুন মুখ নিয়ে ডিসেম্বরেই শুরু হচ্ছে হামি- ২

0
1

পরিবেশ পরিস্থিতি সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই শুরু হয়ে হামি- ২ ছবির শুটিং। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় -নন্দিতা রায় জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরে তারা কাজ শুরু করতে চান। পুরনো হামি-র সব কলাকুশলীরা থাকবেন। সেইসঙ্গে এক ঝাঁক নতুন মুখ যোগ হবে। কাজ শুরু হওয়ার কথা ছিল ২০২০-র মার্চে। করোনা অতিমারির জন্য ‘হামি ২’- শুরু হতে একটু সময় লাগলো । আর যেহেতু এই ছবিতে শিশুশিল্পীর সংখ্যা বেশি আর আগামী করোনাতে শিশুদেরই ভয় বেশি তাই দিয় সবদিক দিয়ে অত্যন্ত সাবধানতা নিয়ে কাজ শুরু করা হবে। ‘হামি ২’তে চমক, চমক এবং চমক। ‘হামি ২’-র পুরোটা জুড়ে সেটাই শেষ কথা। তেমনই জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

শিবপ্রসাদ জানিয়েছেন, “হামি ২-তেও এক ঝাঁক নতুন শিশু শিল্পীকে তুলে আনছি আমরা। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ইতিমধ্যেই তিনটে গান চূড়ান্ত হয়ে গিয়েছে।”

advt 19