প্রয়াত কিংবদন্তি অভিনেতা অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ন’-এ রাবণের ভূমিকায় অভিনয় করতেন তিনি। এই চরিত্রই তাঁকে অভিনয় জীবনে সাফল্য এনে দিয়েছিল। দর্শকের মন জয় করেছিলেন তিনি। মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
আরও পড়ুন:মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনও সম্পর্ক নেই
পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে তঁর একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। এছাড়াও হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। যার জেরেই তাঁর মৃত্যু হয়। বুধবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
‘রামায়ন’ ছাড়াও তাঁকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয় ‘বিক্রম ও বেতাল’ ধারাবাহিকটিও। বহু পূরাণ সংক্রান্ত এবং সামাজিক প্রেক্ষাপটের উপর ছবিতে অভিনয় করেছেন গুজরাতের এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন তিনি। ১৯৯১ সালে সবরকণ্ঠ আসন থেকে লোকসভার সাংসদ হন। সে বার গেড়ুয়া শিবিরের হয়ে দাঁড়িয়ে ভোটে জেতেন তিনি।
