সোমবার আইপিএলের(Ipl) হাড্ডাহাড্ডি ম্যাচে গুরু মহেন্দ্র সিং ধোনিকে( Ms Dhoni)টেক্কা দিয়েছেন শিষ্য ঋষভ পন্থ( Rishabh Panth)। আইপিএলে সোমবারের ম্যাচে ধোনির সিএসকে ৩ উইকেটে হারিয়েছে ঋষভের দিল্লি। কিন্তু এসবের মাঝেও সবার নজর কেড়েছে ছয় বছরের ক্যাপেন্ট কুলের কন্যা জিভা ধোনি। বাবা মহেন্দ্র সিং ধোনির দলকে জেতাতে ভগবানের কাছে প্রার্থনা করছে ছোট্ট জিভা। যা টেলিভিশনের পর্দায় ফুটে উঠতেই মন কেড়েছে সবার।
সোমবার হঠাৎই টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, গ্যালারিতে মায়ের কোলে বসে হাত জোড় করে প্রার্থনা করছে জিভা। মা সাক্ষীর সঙ্গে সোমবার বাবার খেলা দেখতে গিয়েছিল সে। দিল্লির কাছে যখন ম্যাচ হারতে শুরু করে সিএসকে, তখন বাবার দলের জন্য প্রার্থনা করেন তিনি। আর এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Cute fan girl 😍💛@MSDhoni #IPL2021 #WhistlePodu pic.twitter.com/v1NRT4gFgM
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) October 4, 2021
তবে ছোট্ট মেয়ের জিভার প্রার্থনা এল না কাজে। দিল্লির কাছে তিন উইকেটে হারে সিএসকে।
আরও পড়ুন:‘ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ জিতেছে ভারতই’ :রোহিত শর্মা